পীরগঞ্জে ২টি যাত্রীবাহী কোচের সংঘর্ষে আহত-২৫ 146 0
পীরগঞ্জে ২টি যাত্রীবাহী কোচের সংঘর্ষে আহত-২৫
মোস্তফা মিয়া,পীরগঞ্জ(রংপুর)
রংপুরের পীরগঞ্জ উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের কলাবাগান নামক স্থানে যাত্রীবাহী দু’টি কোচের সংঘর্ষে ২৫জন আহত হয়েছে ।বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে ।
এলাকাবাসী ও বড়দরগাহ হাইওয়ে পুলিশ জানায়,রংপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহন(ডাকা মেট্রো-ব-১৫-৩৮০৩) কে কুষ্টিয়াগামী রয়েল পরিবহন (ঢাকা মেট্রো-ব-১১-২২৩৬) বর্ণিত স্থানে ওভারটেক করার সময় দুটি কোচের মধ্যে সংঘর্ষ হয়।এতে কোচ ২টি রাস্তার দু’পার্শে ছিটকে পড়ে ।এতে প্রায় ২৫ যাত্রী আহত হয় । হাইওয়ে পুলিশ ও পীরগঞ্জ ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা ও মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । এখন পর্যন্ত নিহতের কোন খবর পাওয়া যায়নি।